বাংলাদেশি স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে)’র শীতকালীন মিলনমেলা ২০২৩ অনুষ্ঠিত
বাংলাদেশি স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী (২১-২২ জানুয়ারী) শীতকালীন মিলনমেলা, ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট পর্যটন এলাকা ইনচন এর জুংগু আইল্যান্ডের সন্নেওবাওয়ি স্টোন বীচ সংলগ্ন রয়েল পেনশনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিএসএকে’র ১৯ তম মিলনমেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল নবীন বরণ, সনদ প্রাপ্তদের সংবর্ধনা, দেশীয় খাবার, সাংস্কৃতিক সন্ধ্যা ও ঘরোয়া…