Summer Get-Together 2019

সবাইকে প্রীতি ও শুভেচ্ছা।

আপনার, আমার সকলের প্রিয় সংগঠন বিএসএকে কর্তৃক আয়োজিত “বিএসএকে গ্রীষ্মকালীন মিলনমেলা ২০১৯” শেষ হয়েছে। আশা করছি প্রোগ্রাম শেষ করে সকলে ভালভাবে নিজ নিজ গন্তব্যে পৌছেঁছেন। বিএসএকের ইটি-আরটি টিম ছাড়াও যারা সমগ্র মিলনমেলার বিভিন্ন পর্বের কাজগুলোতে স্বতস্ফুর্তভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।

যেহেতু বিএসএকে কর্তৃকআয়োজিত প্রতিটি প্রোগ্রাম একটি ইটি-আরটি (স্বেচ্ছা সেবক) টিমের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই পরিচালিত হয়। আর এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করতে গেলে ছোট-খাটো কিছু ভুলত্রুটি বা অ-ব্যবস্থাপনা হইতো আয়োজকদের একান্ত অনিচ্ছা সত্তেও হয়ে যেতে পারে। তাই ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।

পরিশেষে ২০১৯ সালে গজে দ্বীপে অনুষ্ঠিত বিএসএকে গ্রীষ্মকালীন মিলনমেলায় অংশগ্রহণকারীদের অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও দেখা হবে সবার সাথে কোরিয়ার যেকোন প্রান্তে অন্যতম কোন দর্শনীয় স্থানে শীতকালীন মিলনমেলা ২০২০-তে, সেই প্রত্যাশায়……

YOUR COMMENT